
স্টাফ রিপোর্টার : পাঁচ বছর সাত মাসের মধ্যে চারবার ডিম দিল পদ্মা। কিন্তু তিনবারই সে ডিম ছেড়েছে পানিতে। তাই কোন বাচ্চা ফোটেনি। এবার সম্প্রতি বালুর ঢিবিতেই ডিম দিয়েছে সে। ওই ডিম ঢেকে দেওয়া হয়েছে বালুতেই। এবার এই ডিম থেকে নতুন অতিথির আশা করা হচ্ছে। পদ্মা মিঠাপানির বিরল প্রজাতির কুমির। এটি ঘড়িয়াল বলে সমধিক পরিচিত। এই ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার পুকুরে আছে এ প্রজাতির ঘড়িয়াল। নারী ঘড়িয়ালটির নাম পদ্মা, পুরুষটির নাম গড়াই। এখানে অনেক আগে থেকেই ছিল দুটি নারী ঘড়িয়াল। ১৯৮৫ সালে পদ্মা নদীতে জেলেদের জালে আটকা পড়ে তাদের ঠাঁই হয় এখানে। কিন্তু কোন পুরুষ ঘড়িয়াল ছিল না বলে প্রজণন হচ্ছিল না। আবার ঢাকা চিড়িয়াখানায় চারটি পুরুষ ঘড়িয়াল থাকলেও নারী না থাকার কারণে...
Developed by BDITHOST