অনলাইন ডেস্ক : নতুন একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন পাওলি দাম। তার চরিত্রটি একজন রাজনীতিবিদের। সমাজের প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা এক জন নারীর চরিত্রে দেখা যাবে তাকে।
কীভাবে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে একজন রাজনীতিবিদ হয়ে ওঠেন তা নিয়েই এগোবে গল্প। কলকাতা শহরের প্রেক্ষাপটে রাজনীতির বিভিন্ন স্তরকে ধরা হবে এই সিরিজে। ওয়েব সিরিজটির নাম জুলি। জুলির চরিত্রেই অভিনয় করবেন পাওলি।
সিরিজটি পরিচালনা করবেন অরিত্র সেন। সামনে নির্বাচন, সেটা মাথায় রেখেই কি রাজনৈতিক থ্রিলার? জবাবে পরিচালক বললেন, ‘‘একদম নয়। প্রথমত পাওলিকে কেন্দ্রে রেখে দীর্ঘদিন ধরেই একটা কাজের ইচ্ছা ছিল। পাশাপাশি, পরিচালক হিসাবে ভিন্ন স্বাদের কনটেন্ট তৈরির ইচ্ছা ছিলই। রাজনৈতিক থ্রিলার ঘরানাটাও আমার পছন্দের। সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত।’’
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।