নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ১১:৪২। ১২ জুলাই, ২০২৫।

এবার রাজশাহী বোর্ডের অধীন কোনো বিদ্যালয়ে শতভাগ ফেল নেই

জুলাই ১০, ২০২৫ ৯:৪৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : এবছর শূন্য পাশের হার নেই রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন কোনো বিদ্যালয়ে। আজ (১০ জুলাই) প্রকাশিত এসএসসি’র ফলাফলে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বোর্ডটি।

বোর্ডের তথ্য অনুসারে, ২০২৫ সালে এ বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি বিদ্যালয়ের ১ লক্ষ ৮০ হাজার ৩১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় ছাত্র উপস্থিত ছিল ৯৪ হাজার ২৬৯ জন এবং ছাত্রী উপস্থিত ছিল ৮৬ হাজার ৫১ জন। ২ হাজার ৪৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। এই বোর্ডের অধীন ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী এবার জিপিএ ৫ পেয়েছে।

আরও পড়ুনঃ  গাজাবাসীকে জোরপূর্বক অন্যত্র সরানোর ব্যাপারে ট্রাম্প-নেতানিয়াহুর আলোচনা

এবার বোর্ডের গড় পাশের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ছাত্রদের পাশের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রীদের ক্ষেত্রে এ হার ৮২ দশমিক ১ শতাংশ। রাজশাহী বোর্ডের অধীন ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি পাশ করেছে বগুড়া জেলায়। সেখানে পাশের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। ৬৭ দশমিক ৫৬ শতাংশ পাশ নিয়ে সবচেয়ে পিছিয়ে আছে সিরাজগঞ্জ জেলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।