অনলাইন ডেস্ক : দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর সম্প্রতি ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফিরেই আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ব্যস্ততা ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন এই তারকা।
সামাজিক মাধ্যমে সেই অনুষ্ঠানের কিছু ক্লিপ ছড়িয়ে পড়ে। রয়্যাল ব্লু শাড়ি পরে একটি ইভেন্টে অংশ নিতে দেখা যায় নুসরাত ফারিয়াকে।
সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হন ফারিয়া। চলচ্চিত্রে অভিনয়, বিদেশ সফর কিংবা ফটোসেশন; নানা বিষয়েই কথা বলেন তিনি।


দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে নিজের কর্মক্ষমতা নিয়ে মন্তব্য করেন নায়িকা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সবসময় এমন এনার্জি নেই যে ২-৩ দিন ঘুম আসে না।’
এদিকে এই নীল শাড়িতে আলাদা একটি ফটোসেশনেও যোগ দেন ফারিয়া। এই মেকওভার লুক প্রকাশের পরপরই মুগ্ধতা ছড়িয়ে যায় নেটিজেনদের মাঝে। মুহূর্তের মধ্যে হাজারো লাইক-কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট। অনেকেই তার ফিটনেস, স্টাইলের প্রশংসা করেছেন।

