
স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের হয়রানিসহ নানা অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে এমপি আয়েন উদ্দিনের ভগ্নিপতি মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুর্শেদ গোলাম কিবরিয়াসহ এমপির অনুসারী আরও কয়েকজনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়। দলের পক্ষ থেকে তদন্ত করে এ নিয়ে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সরকার অভিযোগ করে বলেন, এমপির লোকজনের হুমকি ও মানহানিকর ফেসবুক পোস্টের কারণে এলাকার মানুষ ও আত্মীয়-স্বজনের কাছে লজ্জায় মুখ দেখানো কঠিন হয়ে পড়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’ তিনি বলেন, ‘আমি নির্যাতিত আওয়ামী লীগকর্মী। এমপির...
Developed by BDITHOST