
অনলাইন ডেস্ক : রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হক ছাত্রশিবিরের সভাপতি ছিলেন- এমন বক্তব্য দেওয়ার কারণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার এমপি এনামুলের পক্ষে তাঁর মালিকানাধীন এনা গ্রুপের স্টাফ অফিসার পারভেজ হোসেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন। এ নিয়ে যোগাযোগ করা হলে মামলার বাদী কোন কথা বলতে চাননি। তবে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি এনামুল হক। তিনি বলেন, ‘আমার পক্ষে স্টাফ অফিসার মামলাটি করেছেন। আমার আইনজীবী হুমায়ুন আহমেদ আমাকে জানিয়েছেন যে, আদালত মামলাটি গ্রহণ করেছেন। তবে আদেশ কাল দেবেন।’ সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশন চ্যানেল রাজশাহীতে একটি টকশোর আয়োজন করে। সেখানে আলোচক হিসেবে অংশ নেন বিএনপি নেতা রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও জেলা আওয়ামী লীগের...
Developed by BDITHOST