স্বাধীনবাংলা, ডেস্ক রির্পোটঃ সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে, সিলেটের হরিপুর এলাকা থেকে আসামি মাহফুজকে গ্রেফতার করা হয়। এর আগে মূল আসামিসহ ৫ জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক এ তিনজনকে ৫ দিন করো রিমান্ড মঞ্জুর করেন। ধর্ষণের এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৭ জন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন কর্মী। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের নামে মামলা করেন ভূক্তভোগীর স্বামী।
Developed by BDITHOST