নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৮:০০। ২৭ অক্টোবর, ২০২৫।

এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে রিকশা র‌্যালি

অক্টোবর ২৬, ২০২৫ ১০:০৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় প্রায় ৩০টি রিকশা নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

র‌্যালিটি নগরের কাঁঠালবাড়িয়া মোড় থেকে শুরু হয়ে সাহেববাজার, আলুপট্টি, তালাইমারি হয়ে ভদ্রা রেলগেটসহ বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় দলটির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে আনন্দ মিছিলও বের করেন।

এসময় আগামী সংসদ নির্বাচনে এলডিপির ‘ছাতা মার্কায় ভোট দিন’ স্লোগানে মুখরিত হয়ে উঠে র‌্যালিটি। র‌্যালিতে নেতৃত্ব দেন এলডিপির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান ডাবলু।

র‌্যালি শেষে তিনি বলেন, ‘এলডিপি প্রতিষ্ঠাতা কর্নেল (অব.) অলির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার রক্ষার আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আগামী সংসদ নির্বাচনে সবাইকে এলডিপির ছাতা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে র‌্যালি ছাড়াও আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।