নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৩:২১। ১২ আগস্ট, ২০২৫।

এশিয়া কাপের আগে অধিনায়ক ও দলের সেরা তারকাকে নিয়ে দুশ্চিন্তায় ভারত

আগস্ট ১১, ২০২৫ ৬:২২
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এরই মধ্যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। তবে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিপাকে ভারতীয় ক্রিকেট দল।

দলের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়েও সংশয় রয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ১১ ও ১২ আগস্ট বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক। জুলাই মাসের মাঝামাঝি থেকে মুম্বাইয়ে অনুশীলন শুরু করেছেন হার্দিক। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় এই অলরাউন্ডারের। সাদা বলের ক্রিকেটে দলের ভরসা ধরা হয় তাকে। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে সম্পূর্ণ সুস্থ হার্দিককে চাইছে দল। তাই তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না তারা।

আরও পড়ুনঃ  জুলাই ঘোষণাপত্রে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি : শিবির সভাপতি

এদিকে, গত জুন মাসে জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমার যাদবের। এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন সূর্য। জানা গেছে, আরও অন্তত এক সপ্তাহ সেখানে থাকতে হবে ভারতীয় অধিনায়ককে। সেখানেই মেডিক্যাল দল তার ওপর নজর রাখছে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ বাউল ডালিমের মর্মান্তিক মৃত্যু

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ভিডিও দিয়েছিলেন সূর্য। সেখানে দেখা যায়, ব্যাটিং অনুশীলন করছেন তিনি। শরীরচর্চা করতেও দেখা যাচ্ছিল তাকে। ক্যাপশনে তিনি লিখেছিলেন, “নিজের প্রথম ভালোবাসার কাছে ফেরার তর আর সইছে না।” যদিও এখনও কয়েক দিন অপেক্ষা করতে হবে তাকে।

হার্দিক ও সূর্য এখনও পুরো সুস্থ না হওয়ায় এশিয়া কাপের দল নির্বাচন করতে পারছে না ভারত। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা এবারের এশিয়া কাপ। ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয়েছে। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে যেভাবে গত কয়েক মাসে ভারত-পাকিস্তান সম্পর্ক খারাপ হয়েছে তাতে এশিয়া কাপে দু’দলের খেলা নিয়ে সংশয় রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।