অনলাইন ডেস্ক : এশিয়া কাপ শেষ হওয়ার প্রায় এক মাস পরেও বিতর্ক যেন থামছেই না। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতলেও এখনও ট্রফি বুঝে পায়নি ভারত। সেই ট্রফি নাকি রাখা আছে দুবাইয়ে আইসিসির দপ্তরে। ভারতের দাবি, সেই ট্রফি বিসিসিআইয়ের দপ্তরে পাঠিয়ে দিতে হবে। ট্রফি চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাকভি এশীয় ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। তিনি জয়ী দলকে এশিয়া কাপের ট্রফি তুলে দেবেন বলেছিলেন। কিন্তু ভারত তার হাত থেকে ট্রফি নেবে না বলে জানিয়ে দেয়। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন নাকভিও। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। ‘ইন্ডিয়া টুডে’-কে ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া জানিয়েছেন, নাকভিকে তারা চিঠি লিখেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, মুম্বাইয়ে বোর্ডের দপ্তরে ট্রফি পাঠিয়ে দিতে হবে। শাইকীয়া জানিয়েছেন, তারা ধাপে ধাপে এগোতে...
Developed by BDITHOST