
স্টাফ রিপোর্টার: মাত্র ৪০ বছরের ব্যবধানে কীর্তিনাশা পদ্মার আয়তন নেমেছে অর্ধেকে। পানির গভীরতা কমেছে কমেছে প্রবাহ। আবাস হারিয়ে বিলুপ্তির পথে অর্ধেক দেশীয় প্রজাতির মাছ। হুমকিতে পদ্মার জীববৈচিত্র্য। আর এই সংকট ডেকে এনেছে উজানের মরণ বাঁধ ফারাক্কা। সম্প্রতি দেশী-বিদেশী একদল গবেষকের গবেষনায় উঠে এসেছে এমনই তথ্য। বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘বায়োডাইভারসিটি অ্যান্ড কনজারভেশন’ ২০২৩ সালের জানুয়ারি সংখ্যায় ওই গবেষণাপত্রটি প্রকাশ করে। তাতে দেখানো হয়েছে, ১৯৮৪ সালের তুলনায় শুকনো মৌসুমে পদ্মার আয়তন কমেছে প্রায় ৫০ শতাংশ। পানির গভীরতা কমেছে ১৭ দশমিক ৮ শতাংশ। প্রবাহ কমেছে ২৬ দশমিক ২ শতাংশ। মিঠা পানির সরবরাহ ৯০ শতাংশ কমেছে। এছাড়া পদ্মা অববাহিকায় বার্ষিক গড় বৃষ্টিপাত ১৯ দশমিক ২ শতাংশ কমেছে। ১৯৮১ সালে যেখানে তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, ২০১৯ সালে তা গিয়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক...
Developed by BDITHOST