নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৯:৫৮। ১৭ নভেম্বর, ২০২৫।

ওমরাহ করতে গিয়ে ভারতের এক পরিবারের তিন প্রজন্মের সবাই নিহত

নভেম্বর ১৭, ২০২৫ ৮:২০
Link Copied!

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় নিহত হয়েছেন। তারা দেশটিতে ওমরাহ করতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১৮ জন রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এরমাধ্যমে তিন প্রজন্মের সবাই প্রাণ হারিয়ে পুরো পরিবারটি নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারতের তেলেঙ্গানার এ পরিবারটির আগামী শনিবার ফিরে আসার কথা ছিল।

মোহাম্মদ আসিফ নামে তাদের এক আত্মীয় এনডিটিভিকে বলেছেন, “আমার এক দুরসম্পর্কের ভাই ও স্ত্রী, তাদের ছেলে, তিন মেয়ে এবং তাদের সন্তানরা ওমরাহ করতে গিয়েছিল। ওমরাহ শেষ করে তারা মদিনায় ফিরে আসছিল। রাত দেড়টার দিকে দুর্ঘটনা ঘটে। তাদের বাসটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে। সব শেষ করে শনিবার দেশে ফিরে আসত তারা।”

“পুরো পরিবার শেষ হয়ে গেছে। ৯ জন প্রাপ্তবয়স্ক ও ৯ শিশু মারা গেছে।

রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। মুহরাস থেকে মদিনার দূরত্ব ১৬০ কিলোমিটার।

তেলেঙ্গানার এই ওমরাহযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সৌদি আরবের মক্কা-মদিনায় সড়ক দুর্ঘটনার জেরে তেলেঙ্গানার ৪২ জন যাত্রী নিহতের ঘটনায় মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত। বাসের যাত্রীদের সবার ব্যাপার নাম-ঠিকানা সংগ্রহ ও খোঁজ-খবর নিতে রাজ্যপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। যদি প্রয়োজন হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সৌদিতে যে কোনো সহায়তা পাঠাতে প্রস্তুত রাজ্য সরকার।”

সূত্র: এনডিটিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।