অনলাইন ডেস্ক : ক্রিকেটের অন্য দুই ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে কিছুটা আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে নিজেদের পছন্দের এই ফরম্যাটেই যেন বেশি ধুঁকছে টিম টাইগার্স। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে মেহেদী হাসান মিরাজের দল। ওয়ানডেতে বাংলাদেশ কতটা নাজুক পরিস্থিতিতে আছে, একটা পরিসংখ্যানে স্পষ্ট হয়ে যাবে। শেষ ১২টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ মাত্র একটি জিততে পেরেছে। এই ১১ হারের মধ্যে আফগানিস্তানের বিপক্ষেই চারটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এক সময় যাদের বিপক্ষে অন্তত ওয়ানডে ফরম্যাটে সহজেই জয় পেত টাইগাররা, সেই আফগানিস্তান এখন বাংলাদেশের জন্য এক কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানসহ গত বছরের নভেম্বর থেকে টানা চারটি সিরিজ হেরেছে বাংলাদেশ। ধারাবাহিক ব্যর্থতায় ওয়ানডে র্যাংকিংয়েও বাংলাদেশ বেশ পিছিয়ে পড়েছে, বর্তমানে তারা দশম স্থানে অবস্থান করছে। বাংলাদেশ এমনিতে খুব ভালো জায়গায় ছিল না...
Developed by BDITHOST