অনলাইন ডেস্ক : দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। গত বছর দলের সাত সদস্যই সামরিক প্রশিক্ষণ শেষ করে ফেরার পর থেকেই ভক্তদের মাঝে শুরু হয়েছিল টানটান উত্তেজনা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বিশ্বভ্রমণের (ওয়ার্ল্ড ট্যুর) বিশাল সূচি ঘোষণা করেছে ব্যান্ডটি।
জানা গেছে, আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গয়াং শহর থেকে শুরু হবে বিটিএসের এই সংগীত সফর। গয়াংয়ে ৯, ১১ ও ১২ এপ্রিল টানা তিনটি কনসার্টের মাধ্যমে নিজ দেশে এই যাত্রার উদ্বোধন করবেন আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। এর আগে ২০ মার্চ প্রকাশ পাবে তাদের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম।
দক্ষিণ কোরিয়ার পর বিটিএস পাড়ি জমাবে জাপানের টোকিওতে। এরপর উত্তর আমেরিকা পর্বে ২৭ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে মোট ১২টি কনসার্ট করবে তারা। মাঝে জুনে পুনরায় দক্ষিণ কোরিয়ার বুসানে দুটি শো শেষ করে জুলাইয়ে শুরু হবে ইউরোপ সফর। লন্ডন, প্যারিস, মাদ্রিদ, ব্রাসেলস ও মিউনিখের মতো ঐতিহাসিক শহরগুলোতে গাইবে বিটিএস।
অক্টোবরে লাতিন আমেরিকায় অর্থাৎ কলম্বিয়া, পেরু, চিলি, আর্জেন্টিনা ও ব্রাজিলে তারা পারফর্ম করবে। এরপর সেপ্টেম্বরে আবারও যুক্তরাষ্ট্রে ফিরবে ব্যান্ডটি। লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফাই স্টেডিয়ামে ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে চারটি মেগা কনসার্টের মাধ্যমে উত্তর আমেরিকা পর্বের সমাপ্তি ঘটবে।
২০২৬ সালের শেষ ভাগ থেকে ২০২৭ সালের শুরু পর্যন্ত বিটিএস ব্যস্ত থাকবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। ব্যাংকক, সিঙ্গাপুর, জাকার্তা, সিডনি ও হংকং হয়ে ২০২৭ সালের ১৪ মার্চ ফিলিপাইনের ম্যানিলায় এই দীর্ঘ সফরের পর্দা নামবে। এছাড়া সূচির বাইরেও জাপান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কনসার্ট যুক্ত করার পরিকল্পনা রয়েছে দলটির।
এবারের সফরে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক। প্রথমবারের মতো ৩৬০ ডিগ্রি ‘ইন-দ্য-রাউন্ড’ মঞ্চব্যবস্থা ব্যবহার করা হবে, যাতে দর্শকরা চারদিক থেকেই শিল্পীদের পারফরম্যান্স উপভোগ করতে পারেন। বিটিএস আর্মি (ফ্যান ক্লাব) সদস্যদের জন্য আগামী ২২ জানুয়ারি থেকে প্রি-সেল টিকিট বিক্রি শুরু হবে। আর সাধারণ দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন ২৪ জানুয়ারি থেকে।
