নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১১:১১। ১৭ আগস্ট, ২০২৫।

ওয়েস্ট ইন্ডিজে নতুন দলের হয়ে খেলার অভিজ্ঞতা জানালেন সাকিব

আগস্ট ১৭, ২০২৫ ৬:৫২
Link Copied!

অনলাইন ডেস্ক : গত একবছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবুও ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা কমেনি। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বিশ্বের সব প্রান্তে ফ্র‍্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

আজ ভোরে (১৭ আগস্ট) সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে। আর সেই ম্যাচের আগে ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

আরও পড়ুনঃ  বিএমডিএর সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

নিজের সিপিএল ক্যারিয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘এখানে এই নিয়ে পঞ্চম বা ষষ্ঠ মৌসুম খেলতে এলাম। প্রতিবারই এখানে আসাটা উপভোগ করি। (প্রায় প্রতিবারই) নতুন দল, নতুন অভিজ্ঞতা)। আমি ভীষণ এক্সাইটেড। এবার আমরা শুরুটা তেমন ভালো করতে পারিনি। তবে খুব একটা পিছিয়ে পড়িনি তাতে। এটা একটা লম্বা টুর্নামেন্ট। আশা করি এটা আমার সেরা মৌসুম হবে।’

আরও পড়ুনঃ  বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেন্ট কিটসের বিপক্ষে হেরেছিলেন সাকিবরা। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘একটু এদিক সেদিক করে, কয়েকটা ভালো শট খেলতে পারলে ১৬০ রান করার একটা ভালো সুযোগ ছিল আমাদের, যেটা একটা লড়াইয়ের ভালো সুযোগ তৈরি করে দিত। সেটাই এখন ঠিক করতে হবে।’

অ্যান্টিগা দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সাকিব। এই অভিজ্ঞতা তরুণদের মধ্যে ভাগাভাগি করছেন কি না এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘এখনকার বাচ্চারা অনেক অভিজ্ঞ৷ ওরা খেলায় নতুন কিন্তু আমার ধারণা ওরা এই ফরম্যাটের খেলা এত পরিমাণে দেখেছে যে নিজেদের কর্তব্য সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে ওদের। তবে অবশ্যই আমার নেতৃত্ব দিয়ে যদি দলের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, আমি অবশ্যই সেটা চেষ্টা করব৷’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।