অনলাইন ডেস্ক : সিলেটের ওসমানীনগরে বরযাত্রীর ওপর হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের পশ্চিম রুকনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রুকনপুর গ্রামের বরের বাবা হাবিবুর রহমান (৭৫), আব্দুল জলিলের পুত্র লিটন মিয়া (৩৫), মাসুক মিয়ার পুত্র আশিক মিয়া (৩৫), আসাদর আলীর পুত্র শহিদুল হক (৪৫) এবং অপরপক্ষের কছির মিয়ার পুত্র লক্ষন মিয়া (৪০), আয়না মিয়া (৫৫), হাবিব মিয়া (৩৫), তরু মিয়ার পুত্র আতাউর রহমান (৬৫), রইছ উল্যার পুত্র গনি মিয়া (৪৫), আরশদ উল্যার পুত্র রাশিদ উল্যা (৫৫), গৌছ উল্যার পুত্র আবুল হোসেন (৫০)।
সিলেট ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রুকনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসান আহমদের সঙ্গে একই গ্রামের লখন মিয়ার ছোট ভাই তাইদ মিয়ার মধ্যে গত শুক্রবার ইনডোরে ফুটবল খেলা নিয়ে মারামারির ঘটনা ঘটে। আজ হাসান আহমদের ভাই আল-আমিনের বিয়ের অনুষ্ঠান ছিলো। বিয়ের জন্য বরযাত্রী যাচ্ছিলো কনের বাড়ি পথে উপজেলার তাজপুর ইউনিয়নের পশ্চিম রুকনপুর গ্রামে আসলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে লখন মিয়ার ছোট ভাই তাইদ মিয়ার লোকজন। এসময় ঘণ্টাব্যাপি হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
ওসমানীনগর থানার এসআই মোফাজ্জল হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।’-ইত্তেফাক