স্টাফ রিপোর্টার : বিশিষ্ট কথাশিল্পী, অনুবাদক, সাংবাদিক ও চিকিৎসক নাজিব ওয়াদুদ আজ (২০ জুলাই) ৬৫ বছরে পদার্পণ করলেন। ১৯৬১ সালের এই দিনে রাজশাহী মহানগরীর উপকণ্ঠে শ্যামপুর গ্রামে তার জন্ম।
তিনি এমবিবিএস, এমফিল (মনোরোগ) ও পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক। তিনি একই বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের একজন খন্ডকালীন শিক্ষক। দেশ-বিদেশের বিভিন্ন নামকরা জার্নালে তার ২৫টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
নাজিব ওয়াদুদ সমকালের বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্য কৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। নাজিব ওয়াদুদ সম্প্রতি দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক পদে যোগদান করেছেন। এর আগে তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময় ডেইলি স্টার, নিউ এইজ এবং দৈনিক নয়াদিগন্তসহ বিভিন্ন জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার ও ব্যুরো চীফ হিসেবে কাজ করেছেন । তিনি রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে আজ বিকেল পাঁচটায় রাজশাহী মহানগরীর শাহমখদুম কলেজে এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি