নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১:০২। ২০ জুলাই, ২০২৫।

শিরোনাম

খাদ্য অধিদপ্তরের ডিলার সমিতির নির্বাচনে সুমন সভাপতি অন্তর সাধারন সম্পাদক

ফ্যাসিস্টরা আবার ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে : মির্জা ফখরুল

এমআইএসটিতে আইসিএমইএএস বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

‘পার্বত্য চট্টগ্রামের জনগণের শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো পরিবীক্ষণ কমিটির এ সভা’-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

‘গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশটাকে পেলাম সেটাকে নতুন করে গড়তে চাই’-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

‘আমাদের নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে’-জামায়াতের সমাবেশে সারজিস

কলকাতায় জয়ার দুই সিনেমা, কাজ কমিয়ে দিতে চান অভিনেত্রী

কথাশিল্পী নাজিব ওয়াদুদের ৬৫তম জন্মদিন আজ

জুলাই ১৯, ২০২৫ ৯:০১
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট কথাশিল্পী, অনুবাদক, সাংবাদিক ও চিকিৎসক নাজিব ওয়াদুদ আজ (২০ জুলাই) ৬৫ বছরে পদার্পণ করলেন। ১৯৬১ সালের এই দিনে রাজশাহী মহানগরীর উপকণ্ঠে শ্যামপুর গ্রামে তার জন্ম।

তিনি এমবিবিএস, এমফিল (মনোরোগ) ও পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক। তিনি একই বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের একজন খন্ডকালীন শিক্ষক। দেশ-বিদেশের বিভিন্ন নামকরা জার্নালে তার ২৫টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ  আরপিএটিসিতে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাজিব ওয়াদুদ সমকালের বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্য কৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। নাজিব ওয়াদুদ সম্প্রতি দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক পদে যোগদান করেছেন। এর আগে তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময় ডেইলি স্টার, নিউ এইজ এবং দৈনিক নয়াদিগন্তসহ বিভিন্ন জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার ও ব্যুরো চীফ হিসেবে কাজ করেছেন । তিনি রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।

আরও পড়ুনঃ  ‘হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না’-মুফতি বশির উল্লাহ

নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে আজ বিকেল পাঁচটায় রাজশাহী মহানগরীর শাহমখদুম কলেজে এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।