নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১০:২১। ৩১ আগস্ট, ২০২৫।

কথা বলছেন নুর, খাচ্ছেন তরল খাবার: ঢামেক পরিচালক

আগস্ট ৩১, ২০২৫ ৫:৪৭
Link Copied!

অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে আইসিইউতে নুরকে দেখে এসে সাংবাদিকদের তিনি জানান, নুর বর্তমানে কথা বলতে পারছেন এবং তরল খাবার গ্রহণ করছেন। তবে তার নাক ও মুখের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত রয়েছে এবং মাথায় রক্তক্ষরণ হয়েছে। দুপুরে মেডিক্যাল বোর্ড বসে তার চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় নুরকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।