
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে অভিযোগ করছে দলটি। তবে এই নির্বাচনে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে আসছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা। বিএনপি বলছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অনেকটা ঘোষণা দিয়েই সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী দিচ্ছে নির্বাচন কমিশনে নিবন্ধন হারানো জামায়াত। নগরীর ২, ২৬, ২৮, ২৯ ও ৩০ নম্বরসহ অন্তত সাতটি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন মহানগর জামায়াতের শূরা সদস্য মাজেদ আলী। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রার্থীর ছড়াছড়ি ওয়ার্ডে ওয়ার্ডে। দলীয় সমর্থন আদায়ের চেষ্টায় মরিয়া তারা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলো থেকেও দেওয়া হচ্ছে কাউন্সিলর প্রার্থী। আওয়ামী লীগের সমর্থন পেতে এই প্রার্থীদের পক্ষ থেকেও নানা...
Developed by BDITHOST