অনলাইন ডেস্ক : রাজধানীর কদমতলী থানাধীন এলাকা থেকে অর্ধশত চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই মোবাইল বেচাকেনার সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন— আল আমিন (২৭) ও হাবিব সরকার (৩৫)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। উদ্ধার মোবাইলগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১২টার দিকে কদমতলী থানার একটি টিম অভিযান চালিয়ে ঢাকা ম্যাচ শিল্প নগরী জামে মসজিদের পাশে ‘দ্যা গেজেট অ্যাম্পরিয়াম টেলিকম’ নামক দোকান থেকে তাদের গ্রেপ্তার...
Developed by BDITHOST