
অনলাইন ডেস্ক : বেশ কয়েকদিন আগে বেনারসের কনসার্ট ছেড়ে বেরিয়ে যান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। অভিযোগ তোলেন আয়োজকদের অব্যাবস্থাপনা নিয়ে। সেই বিতর্কের রেশ না যেতেই সম্প্রতি নিজের শহর কলকাতায় পারফর্ম করেছেন গায়িকা। কিন্তু বিতর্ক যে তার পিছু ছাড়ছেনা মোনালির! কলকাতার দমদমের সেই কনসার্টে গানের সঙ্গে খানিকটা নেচেছিলেন গায়িকা। আর তা নিয়েই শিল্পীর দিকে সমালোচনা ছুঁড়লেন নেটিজেনরা। সেদিন কোনো বিতর্কের আঁচ গায়ে না নিয়েই সুরের সাগরে নেমে পড়েছিলেন মোনালি। চাপা ফুলস্লিভস টপস আর হলুদ রঙা ঢলা প্যান্টে সাজ আশাকেও কোনো কমতি ছিল না গায়িকার। নিজের গাওয়া একাধিক জনপ্রিয় গানে পারফর্ম করলেন তিনি। নাচে গানে মঞ্চে শিহরণ জাগান দর্শকদের, সঙ্গে পাকিস্তানি, পাঞ্জাবি গানও পরিবেশন করেন। এ সময় 'চান্দদি কুরি' গাইতে গাইতে কোমরও দুলিয়েছেন মোনালি। গিটারের ঝংকার উঠতেও মোনালির শরীরী হিল্লোল উপভোগ...
Developed by BDITHOST