
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কমেছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা কমে প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে। একই সঙ্গে সপ্তাহজুড়ে অপরিবর্তিত আছে সবজি, মাছ ও মাংসের দাম। ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। তাই দামও কমেছে। সাধারণত বর্ষার কারণে মরিচের গাছ নষ্ট হয়েছে। এ উৎপাদন কমেছে। তবে সরবরাহ বাড়ায় কমেছে দাম। সাহেববাজারের খুচরা বিক্রেতা আহমেদ আলী বলেন, কাঁচা মরিচের দাম কমেছে। বাজারে মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। সে হিসেবে গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫০ টাকা কমেছে দাম। বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। এছাড়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। যদিও গত সপ্তায় ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা দরে। বাজারে আদা ৩২০ টাকা, রসুন...
Developed by BDITHOST