অনলাইন ডেস্ক : ২০২৪ সালের ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হয়েছিল। আগামীকাল তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফে নির্বাহী কমিটির এক বছর পূর্তি হতে যাচ্ছে। বিশেষ এই দিনে বাফুফের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচের হিসাব ২৩ আগস্ট নির্বাহী সভায় উঠলেও ত্রুটি থাকায় অনুমোদন হয়নি। আগামীকালকের সভায় হংকং ম্যাচের পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচের হিসাবও উঠছে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য। দুই হোম ম্যাচের আয়-ব্যয় আলাদাভাবে দু’টি বিষয় হিসেবে আলোচ্যসূচিতে রয়েছে।
গঠনতন্ত্র সংশোধনের জন্য বাফুফে একটি বিশেষ কমিটি করেছিল। সেই কমিটি গঠনতন্ত্রের খসড়া প্রতিবেদন দিয়েছে। খসড়া গঠনতন্ত্র নিয়ে আগামীকালের সভায় বিস্তর আলোচনা হবে। চার ঘণ্টা ব্যাপী সভার বড় অংশ গঠনতন্ত্র নিয়েই ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি।

চলতি বছর শুরুর দিকে জাতীয় অ-১৫ চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছিল। নয় মাস পেরিয়ে গেলেও এই চ্যম্পিয়নশীপের চূড়ান্ত পর্ব শুরু হয়নি। নোয়াখালীতে চূড়ান্ত পর্ব আয়োজনের পরিকল্পনা ছিল অ-১৫ ফুটবল কমিটির। এজন্য বাইলজে নোয়াখালী সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে স্বাগতিক হিসেবে এমনটি রয়েছে। এখন নোয়াখালীর পরিবর্তে ঢাকায় কমলাপুর টার্ফে মূল পর্ব শুরুর পরিকল্পনা হয়েছে। এজন্য বাইলজ পরিবর্তন করতে হবে তাই এই বিষয়টিও আগামীকাল উঠছে নির্বাহী সভায়।
২৬ অক্টেবার বাফুফে নির্বাচন হলেও নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ৯ নভেম্বর। ঐ সভায় বিভিন্ন স্ট্যান্ডিং, অ্যাডহক কমিটি গঠন হয়েছিল। বাফুফে নির্বাহী কমিটির মতো স্ট্যান্ডিং কমিটির মেয়াদও সাধারণত চার বছর। তবে নতুন কমিটি প্রথম সভায় সভাপতির ফিন্যান্স কমিটি ছাড়া অন্য সকল স্ট্যান্ডিং কমিটির মেয়াদ এক বছর ধার্য করা হয়। এক বছর পর পর্যালোচনা করে কমিটির মেয়াদ বৃদ্ধি কিংবা কর্মকর্তা রদবদলের পরিকল্পনা ছিল। আগামীকালের সভায় স্ট্যান্ডিং কমিটি পর্যালোচনা সংক্রান্ত কোনো এজেন্ডা নেই।

দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচন ২৯ নভেম্বর। ২৭ অক্টোবরের মধ্যে অলিম্পিক এসোসিয়েশন কাউন্সিলরের নাম চেয়েছে। অলিম্পিকের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কমিটির সভার মাধ্যমে কাউন্সিলরের সিদ্ধান্ত গৃহীত হতে হয়। আগামীকালের সভায় এই সংক্রান্ত এজেন্ডা নেই তবে বিবিধ অংশে আলোচনার সুযোগ রয়েছে। মাস দু’য়েক আগে অলিম্পিকের এজিএমের জন্য বাফুফে কাউন্সিলরের নাম দেরিতে প্রেরণ করেছিল। এজন্য এজিএমে বাফুফের কোনো প্রতিনিধি ছিল না।

