
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ঘণ্টাব্যাপী কলেজ বাজারের দলীয় বিএনপির কার্যালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন- আক্কেলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, সদস্য আনিছুর রহমান, আলম হোসেন, জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য আমিনুর রশিদ ইকু, জুলফিকার আলী শ্যামল, মিনা হোসেন, রবিন হোসেন, সোহেল রানা ও মামুনুর রহমান। তাদের মধ্য জুলফিকার আলী শ্যামলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ...
Developed by BDITHOST