স্টাফ রিপোর্টার: কয়লা আমদানিতে ভ্যাট-ট্যাক্স কমানোর দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর ইটভাটা মালিকেরা। এই মানববন্ধন থেকে ইটভাটার লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজ করারও দাবি জানিয়েছেন তারা। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির রাজশাহী জেলা শাখা এ আয়োজন করে। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সাদরুল ইসলাম। তিনি বলেন, ভারত থেকে কয়লা আমদানি করে তাদের ইট পোড়াতে হয়। কয়লার ভ্যাট-ট্যাক্স বেশি হবার কারণে বেশি টাকায় তাদের কয়লা কিনতে হয়। এতে ইটের লাভ কয়লাতেই খেয়ে ফেলে। তিনি বলেন, ২০০২ সালে পরিবেশ অধিদপ্তরের জারিকৃত পরিপত্রের আলোকে চিমনী ভাটার পরিবর্তে অর্ধ কোটি টাকার উপরে ব্যয় করে ১২০ ফুট উচ্চতার পরিবেশবান্ধব স্থায়ী চিমনী ভাটা নির্মাণ করেন ইটভাটা মালিকেরা। এই ধরনের ভাটা তিন থেকে চার বছর পরিচালনা করার পরে...
Developed by BDITHOST