
অনলাইন ডেস্ক : বাবার পথ ধরেই ফুটবলকে ধ্যান-জ্ঞান বানাতে চান ক্রিশ্চিয়ানিনহো বা রোনালদো জুনিয়র। ইতোমধ্যে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই সে গোল করেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে পর্তুগিজ সুপারস্টার রোনালদোও গোল পেলেন আল নাসরের জার্সিতে। দুজনেই নিজেদের ম্যাচে জয় পেয়েছেন। তুরস্কের মাটিতে চলছে অনূর্ধ্ব-১৬ দলের ফেডারেশেন্স কাপ। যেখানে পর্তুগালের হয়ে স্বাগতিকদের বিপক্ষে ৯০ মিনিটে বদলি হিসেবে নেমে অভিষেক হয় ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়রের। সেদিন পর্তুগিজ কিশোররা ২-০ গোলে জিতে। গতকাল (শনিবার) দ্বিতীয় ম্যাচে যথেষ্ট গেম-টাইম পেয়েছে সিআরসেভেনের ছেলে। আর তাতে একটি গোল করে ক্রিশ্চিয়ানিনহো। ম্যাচের ৪২ মিনিটে সতীর্থের বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে শট নিলে পরাস্ত হয় ওয়েলস গোলরক্ষক। রোনালদো জুনিয়রের গোলে ম্যাচে লিড পায় পর্তুগাল অ-১৬ দল। শেষ পর্যন্ত তারা ম্যাচটি জেতে ৩-০ ব্যবধানে। ক্রমান্বয়ে বিভিন্ন...
Developed by BDITHOST