স্টাফ রিপোর্টার : সোমবার বেলা ১১:৪৫ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্ণহার থানা পরিদর্শন করেন।পরিদর্শনকালে কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার দীন মোহাম্মদ সশ্রদ্ধ অভ্যর্থনা জানান পুলিশ কমিশনারকে। এ সময় কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ কমিশনার থানার বিভিন্ন শাখা ও কর্মকাণ্ড পর্যালোচনা করেন। তিনি পুলিশি সেবার মান আরও উন্নত করতে সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) পংকজ কুমার দে, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।