অনলাইন ডেস্ক : কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘‘অবৈধ মাদকচক্রের নেতা’’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দক্ষিণ আমেরিকার এই দেশটিকে দেওয়া ‘‘বড় অঙ্কের অনুদান ও ভর্তুকি’’ যুক্তরাষ্ট্র বন্ধ করবে বলেও জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘এই মাদক উৎপাদনের মূল উদ্দেশ্য হলো বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা; যা মৃত্যু, ধ্বংস ও বিশৃঙ্খলা ডেকে আনছে।’’ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে মাদক উৎপাদনকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছেন ট্রাম্প। তিনি বলেছেন, আজ থেকে কলম্বিয়াকে কোনও ধরনের অর্থ প্রদান কিংবা ভর্তুকি আর দেওয়া হবে না। পেত্রো তার দেশে বিপুল পরিমাণ মাদক উৎপাদনে উৎসাহ দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন...
Developed by BDITHOST