
অনলাইন ডেস্ক : বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি ছিলেন অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। তাদের সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত টেকেনি। বহু বছর পর সম্প্রতি সেই পুরনো সম্পর্ক ও বাগদান ভেঙে যাওয়া নিয়ে কথা বলেছেন রাবিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সেই ঘটনা নিয়েই কথা বললেন অভিনেত্রী। ‘মোহরা’ ছবির সময় অক্ষয় ও রাবিনার ঘনিষ্ঠতা বাড়ে, যা তৎকালীন বলিউডে বহুল চর্চিত ছিল। নব্বইয়ের দশকের শেষে পারিবারিকভাবে তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল বলে জানা যায়। তবে কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। সাক্ষাৎকারে রাবিনাকে প্রশ্ন করা হয়, কেন মানুষ এখনও অক্ষয়ের সঙ্গে তার ভেঙে যাওয়া বাগদান নিয়ে আলোচনা করে। উত্তরে রাবিনা বলেন, ‘আমি তো সেসব ভুলেই গেছি।’ অভিনেত্রী আরও বলেন, ‘হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। ‘মোহরা’-র সময় আমরা হিট...
Developed by BDITHOST