স্টাফ রিপোর্টার: নাটোরের এক কলেজ প্রদর্শকের প্রায় ৬৬ লাখ টাকার অবৈধ সম্পদ খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলায় ওই শিক্ষকের বিরুদ্ধে ৬৫ লাখ ৯৪ হাজার ১১২ টাকার আয়বহির্ভুত সম্পদ অর্জনের পাশাপাশি ৫ লাখ ৯৪ হাজার ১১২ টাকার সম্পদের তথ্য গোপনেরও অভিযোগ আনা হয়েছে। গত ১৩ নভেম্বর দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বাদী দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান। আসামির নাম আবুল কালাম আজাদ (৫৫)। তিনি নাটোরের সিংড়া উপজেলার বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের কম্পিউটার প্রদর্শক। সিংড়ার কয়রাবাড়ি গ্রামে তাঁর বাড়ি। দুদক সূত্রে জানা গেছে, প্রদর্শক আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ উঠলে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের প্রাক্তন সহকারী পরিচালক আলমগীর...
Developed by BDITHOST