
অনলাইন ডেস্ক : ব্রাজিলের ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় দুই নম্বর দল হলেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে পালমেইরাসকে। অবশ্য তাদের বিপক্ষে ড্র নিয়ে ফেরাটাও যথেষ্ট হত না নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসের জন্য। শীর্ষ প্রতিযোগিতা থেকে অবনমন (রেলিগেশন) এড়াতে জয়ের বিকল্প ছিল না। রুদ্ধশ্বাস ম্যাচে ৯০ মিনিটের পর যোগ করা সময়ের গোলে (১-০) সেই সমীকরণ মিলিয়েছে সান্তোস। ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে পালমেইরাসকে আতিথ্য দিতে নেমে প্রায় সমান তালে লড়েছে সান্তোস। তবে পজেশনে তারা এগিয়ে ছিল। ১৭টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারলেও, জয়নির্ধারণী গোল পেতে ৯১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে নেইমারদের। পুরো ৯০ মিনিট খেলে ব্রাজিলিয়ান এই সুপারস্টার নিজে গোল না পেলেও বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিলেন। একমাত্র গোলটি করেন বেঞ্জামিন রোলহেইজার। শুরুটা ভালো ছিল পালমেইরাসের। এরপরই সান্তোস ধীরে...
Developed by BDITHOST