
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে চলছে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন। এবার ৩০ টি ওয়ার্ড থেকে প্রতিদিন বিপুল পরিমান কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করছেন। বিগ নির্বাচনের চেয়ে এবার ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর প্রার্থীদের একেবারে ছড়াছড়ি বলাই যায়। শুধু কাউন্সিলর প্রার্থী নয়, মেয়র পদেও উঠছে মনোনয়নপত্র। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেয়র পদে কোনো মনোনয়নপত্র উঠেনি। তবে কাউন্সিলর পদে বিপুল পরিমান মনোনয়নপত্র উঠেছে। এদিন সাধারণ কাউন্সিলর পদে ১৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরমধ্যে অনেকেই মনোনয়নপত্র উত্তোলনের পর জমাও দিয়েছেন। তবে জমা দেয়ার চেয়ে এখন পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলনের পরিমান বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন। তিনি জানান, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে রাসিক নির্বাচনে...
Developed by BDITHOST