
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দিন গড়ানোর সাথে সাথে নির্বাচনী আমেজও বাড়ছে। প্রার্থীরা এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না করলেও নগরীর পাড়া মহল্লায় চলছে ভোটের গুঞ্জন। একই সাথে চলছে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দান। রাসিক নির্বাচনে এবার ৩০ টি ওয়ার্ড থেকে একের অধিক প্রার্থী থাকবে এমনটাও মনে করছেন ভোটাররা। বিতগ নির্বাচনের চেয়ে এবার ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর প্রার্থীদের অনেকটাই ছড়াছড়ি বলাই যায়। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেয়র পদে কোনো মনোনয়নপত্র উঠেনি। তবে কাউন্সিলর পদে মনোনয়নপত্র উঠেছে। এদিন সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরমধ্যে অনেকেই মনোনয়নপত্র উত্তোলনের পর জমাও দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন। তিনি জানান, আজ বুধবার...
Developed by BDITHOST