
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী -এই চার জেলার বিস্তীর্ণ ও দুর্গম পদ্মার চরে সন্ত্রাসী কাকন বাহিনীকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক অভিযান চলছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। শনিবার দিবাগত ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে পুলিশ, র্যাব ও এপিবিএনের প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নিয়েছেন। শনিবার সকাল ১০টা পর্যন্ত চলা অভিযানে কাকন বাহিনীর ২১ সদস্যকে গ্রেপ্তার, ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, “কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এই অভিযান পরিচালনা করছে।” তিনি আরও জানান, “গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান অব্যাহত রয়েছে এবং বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ...
Developed by BDITHOST