স্টাফ রিপোর্টার: কান্তকবির মেলা ও জয়বাংলা সাংস্কৃতিক জোট, রাজশাহীর কান্তকবি পদক পেয়েছেন বাউল শিল্পী শফি মণ্ডল। পঞ্চকবির একজন রাজশাহীর সন্তান রজনীকান্ত সেনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শফি মণ্ডলের হাতে পদক তুলে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর লালনশাহ পার্ক মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি বাউল শিল্পী শফি মণ্ডলকে উত্তরীয় পরিয়ে দেন। এছাড়া তাঁর হাতে মানপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে তিনি বলেন, বাউল শিল্পী শফি মণ্ডল দেশ ও দেশের বাইরের মানুষের কাছে অনেক জনপ্রিয়। তাঁকে আজকে যে সম্মাননা দেওয়া হলো, তিনি তাঁর চেয়ে অনেক উপরের। বাউল শিল্পী শফি মণ্ডলকে সম্মাননা...
Developed by BDITHOST