অনলাইন ডেস্ক : কারাগারে অসুস্থ হয়ে পড়ায় মা শাহজাদী ও তার ১২ দিন বয়সী শিশু মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাদের দুইজনকে হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ। সেখানে পৃথক কেবিনে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সোমবার সকালে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে মা শাহজাদী এবং তার মা নার্গিস বেগমের জামিন আবেদন করা হয়। আদালতের বিচারক মো. আনিসুর রহমান জামিন নামঞ্জুর করেন। খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, শিশুটির বয়স মাত্র ১২ দিন। কারাগারে সংক্রমণের ঝুঁকি রয়েছে। এছাড়া শিশুটির মা শাহজাদী অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শে রোববার রাতেই তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন। আইনজীবী শেখ রফিকুজ্জামান জানান, মঙ্গলবার সকালের মধ্যে আদালতের আদেশের অনুলিপি...
Developed by BDITHOST