পাবনা প্রতিনিধি : রবিবার বিকেলে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর সেমিনার হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সমন্বয় দলের আয়োজনে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী মোঃ মাসফিক ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ছাত্র আন্দোলনের জেনারেল সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান,জেলা আইডিইবি’র সভাপতি মোঃ মহসীন আলী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবি সংগ্রাম পরিষদ,পাবনা জেলা কমিটির আহ্বায়ক মো: রকিবুল ইসলাম।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী সুমাইয়া ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌ: অনিমেশ পাল,উপাধ্যক্ষ প্রকৌ: মোঃ হুমায়ুন কবির, সিভিল টেকনোলির চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোঃ মনিরুজ্জামান, কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কয়েকজন, বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সভায় বিভিন্ন বক্তা সংগঠনের কার্যকম গতিশীল করার কৌশল, একটা বিশেষ গোষ্ঠী দ্বারা ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবেলায় ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

