নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১২:৫৩। ১৬ অক্টোবর, ২০২৫।

কারিশমার স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তির দলিলে ছেলের নামই ভুল!

অক্টোবর ১৫, ২০২৫ ১১:৩৬
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার বিপুল সম্পত্তি নিয়ে আইনি জটিলতা ক্রমেই জটিল হচ্ছে। সম্প্রতি জানা গেছে, সঞ্জয়ের সম্পত্তির দলিলে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে, এর মধ্যে রয়েছে কারিশমার ছেলের নামের বানান ভুল।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির দলিলে একাধিক ভুল পাওয়া গেছে। কারিশমা ও সঞ্জয়ের সন্তান কিয়ানের নামের বানান ভুলভাবে লেখা হয়েছে, আর মেয়ে সামাইরার ঠিকানাতেও রয়েছে ত্রুটি।

আরও পড়ুনঃ  বাগমারায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

কারিশমার দুই সন্তানের পক্ষের আইনজীবী মহেশ জেঠমলানির অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এই ভুল করা হয়েছে, যাতে সন্তানদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যায়। তার দাবি, এই দলিল সঞ্জয় নিজে নয়, বরং তার তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব এই কারসাজি করেছেন।

আরও পড়ুনঃ  সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

অন্যদিকে, সঞ্জয়ের মা ও বোনেরও অভিযোগ, প্রিয়া সচদেব নাকি এককভাবে সঞ্জয়ের সমস্ত সম্পত্তি নিজের নামে নিতে চাইছেন।

গত ১২ জুন লন্ডনে মারা যান শিল্পপতি সঞ্জয় কাপুর। সেদিন পোলো খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। খেলার সময় মুখে মৌমাছি ঢুকে পড়ে, এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। পরে আইনি জটিলতার কারণে প্রায় এক সপ্তাহ পর ১৯ জুন তার মরদেহ ভারতে আনা হয়।

আরও পড়ুনঃ  জুলাই জাতীয় সনদ: নতুন অঙ্গীকারে ঐকমত্যের পথে দলগুলো

২০০৩ সালে করিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের বিয়ে হয়েছিল। তবে দীর্ঘদিন মতবিরোধ চলার পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। সঞ্জয়ের মৃত্যুর পর থেকে তার উত্তরাধিকার ও সম্পত্তি নিয়ে কারিশমা ও প্রিয়ার মধ্যে বিরোধ তীব্র আকার নিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।