
বিনোদন ডেস্ক : এমনিতেই মন ভালো নেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির। ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতাল-বাসা ছোটাছুটির মধ্যেই আছেন। শুক্রবার (১৪ জুলাই) রাতে ছেলের হাতে ক্যানোলা করা ছবি পোস্ট করে ফেসবুকে এক আবেগঘন পোস্ট করেন। আবারও ফেসবুকে লিখলেন নায়িকা। তবে এবার সন্তানকে নিয়ে মায়েদের প্রতি অভিযোগের জবাবে ক্ষোভ উগরে দিলেন পরীমণি। তিনি লেখেন, ‘এই যে বাচ্চার কিছু হইলেই মাকে যারা ব্লেইম করেন তাদের আসলে নিজেদের জীবনের কোনো অ্যাপ্রিসিয়েশন তো নাই-ই শুধুমাত্র ফ্রাস্ট্রেশন ছাড়া। এরা কিছু বুঝুক আর না বুঝুক আগে অন্যের ঘাড়ে দোষ চাপায়। তিনি আরও লেখেন, “কোনো আইডিয়া আছে তোমার, বাচ্চা অসুস্থ হলে একজন মায়ের কি পরিমাণ মানসিক চাপ যায়! তার ওপর এইসব বলদামি কথাবার্তা জাস্ট নেওয়া যায় না ভাই। আজকে এক স্মার্ট বলদ বলতেছে ‘এত মানুষ থাইকা কি...
Developed by BDITHOST