
অনলাইন ডেস্ক :এনসিএল টি-টোয়েন্টির আসর এবার আগেভাগেই শেষ হয়েছে। সিলেটে অনুষ্ঠিত হয়েছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। যেখানে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে এবার লাল বলের এনসিএলে মাঠে নামতে যাচ্ছেন ৮ দলের ক্রিকেটাররা। যে দেশের ঘরোয়া টুর্নামেন্ট যত সক্রিয় সে দেশের ক্রিকেটের ভিত তত মজবুত বলে ধারণা করা যায়। মূলত ঘরোয়া খেলার মধ্যে দিয়ে পাইপলাইনের ক্রিকেটাররা উঠে আসে। বাংলাদেশে জাতীয় ক্রিকেট লিগও (এনসিএল) সেক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাচ্ছে ২৭তম এনসিএল (চার দিনের) টুর্নামেন্ট। এবারের আসরেও আটটি দল অংশ নিচ্ছে। তবে গেল আসরের দল ঢাকা মেট্রো নেই এবার, নতুন করে যুক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগ। আর দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন নাজমুল হোসেন, এ ছাড়া অধিনায়ক আব্দুল মজিদ। এদিকে এবারের এনসিএলের শুরু থেকেই খেলার...
Developed by BDITHOST