নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:১০। ২২ অক্টোবর, ২০২৫।

কাশফুলের শুভ্রতায় বুবলী

অক্টোবর ২১, ২০২৫ ১১:৩৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিয়মিতই ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়ে চলেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন শবনম বুবলী। বিভিন্ন সময় অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগার মুহূর্তগুলো ভাগ করে নেন তিনি। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি ফেসবুকে ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা, যা দ্রুতই নজর কেড়েছে সবার।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, বুবলী কাশফুলের শুভ্রতার মাঝে বেশ হাসিখুশি হিসেবে নিজেকে মেলে ধরেছেন। খোলা চুলে মিষ্টি হাসিতে তিনি যেন কাশফুলের লাবণ্যের সঙ্গে মিলে গেছেন।

একগুচ্ছ ছবিতে তার চোখে ছিল রোদ চশমা এবং পরিহিত পোশাকও ছিল বেশ মানানসই। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে বুবলী লেখেন, ‘ফুলেরা নীরব তবুও তারা তাদের সৌন্দর্য, লাবণ্য আর মাধুর্যকে মেলে ধরে।’

তার এই রূপের প্রশংসা করে কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। বুবলীর ছবিতে ভালোবাসার ইমোজি আর প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা। একজন নেটিজেন নায়িকার রূপের প্রশংসা করে লিখেছেন, ‘মাশাআল্লাহ, তুমি দেখতে এত মিষ্টি আর বার্বি পুতুলের মতো সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘কাশফুলের সৌন্দর্য দেখি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।