
অনলাইন ডেস্ক : গ্ল্যামার জগতের অন্ধকার দিক কাস্টিং কাউচের শিকার হননি এমন উঠতি তারকা খুঁজে পাওয়া কঠিন। কাজের সুযোগের নাম করে যৌন সুবিধা চাওয়ার এই অনৈতিক প্রবণতা বলিউড থেকে টলিউড সর্বত্রই রয়েছে। তবে কেবল উঠতি তারকারাই নন, ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদেরও যে এর থেকে রেহাই মেলে না, তার প্রমাণ দিলেন ওপার বাংলার পরিচিত মুখ পায়েল সরকার। একসময় টলিউডের বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল মুখ ছিলেন পায়েল। দেবের সঙ্গে তার জুটি বক্স অফিসে একাধিক ব্লকবাস্টার হিট দিয়েছে। পায়েল সরকার সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের এক কঠিন অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। এক প্রযোজক তার কাছে সরাসরি যৌন সুবিধা দাবি করেছিলেন। 'স্ট্রেট আপ উইথ শ্রী'-এর আসন্ন এপিসোডের প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, সঞ্চালিকার সঙ্গে আলাপচারিতায় পায়েল বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু...
Developed by BDITHOST