
রাবি প্রতিনিধি : বিশ্বখ্যাত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৬-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্থান পেয়েছে ৩১২তম অবস্থানে। গত বছরের র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৩২০তম। ২০২৫ সালের ৪ নভেম্বর প্রকাশিত এ তালিকায় রাবির অবস্থান আট ধাপ উন্নতি করেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান, গবেষণা কার্যক্রম, প্রকাশনা, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিভিন্ন মানদণ্ডে এ মূল্যায়ন করা হয়। রাবির এই অর্জনে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “রাবির এই অগ্রগতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় সবাইকে আরও অনুপ্রাণিত করবে।”
Developed by BDITHOST