অনলাইন ডেস্ক : রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে আপত্তি তুলেছে জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে সরাসরি কারও নাম উল্লেখ করা না হলেও অভিযোগ করা হয়, কিছু উপদেষ্টা ‘একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন’ এবং প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “সব উপদেষ্টার বিষয়ে নয়, আমরা কয়েকজনের ব্যাপারে বলেছি। তারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে বলে মনে করি। আমরা তাঁকে সতর্ক থাকতে বলেছি।” এর আগে একই ধরনের অভিযোগ তুলেছিল বিএনপিও। তারাও বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিল, তবে নাম উল্লেখ করেনি। বৈঠকে কোনো উপদেষ্টার অপসারণ দাবি করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, “আমরা...
Developed by BDITHOST