অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা বেড়ে চলেছে। তিনি দাবি করেন, দু-একজন উপদেষ্টা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য গোপনে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্র-জনতা অতীতে বিপ্লব করেছে। এবার আমরা সুশাসন, সুবিচার ও ইসলামী মূল্যবোধের পক্ষে বিপ্লব করতে চাই ভোটের মাধ্যমে। আমরা সরকারের প্রতি আস্থা রাখতে চাই। এই সরকার কোনো রাজনৈতিক দলের নয় এমনটাই বলা হয়েছে। আমরাও বলেছিলাম, সরকারকে সহযোগিতা করব। তিনি (প্রধান উপদেষ্টা) নিজেও বলেছিলেন, আমি দেশ শাসন করতে আসিনি, একটি নিরপেক্ষ...
Developed by BDITHOST