নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ২:৫০। ১৮ জুলাই, ২০২৫।

কিয়ারা চান— নিজের কন্যা সন্তান হোক কারিনার মতো!

জুলাই ১৭, ২০২৫ ১০:৫৩
Link Copied!

অনলাইন ডেস্ক : সদ্যই বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। গত ১৫ জুলাই তাদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। এর পরদিন ও মেয়ের স্বাস্থ্যের খবর দেন সিদ্ধার্থ। জানান, তারা পেয়েছেন এক নতুন জীবন। এছাড়াও তাদের ইচ্ছার কথাও জানালেন অভিনেতা।

অভিনেতা সিদ্ধার্থ নাকি আগে থেকেই জানতেন, তাদের ঘরে আসতে চলেছে কন্যাসন্তান! কারণ সিদ্ধার্থের মায়ের নাকি ইচ্ছে ছিল ঘরে নাতনি আসুক। সেই ইচ্ছেই পূরণ হয়েছে।

আরও পড়ুনঃ  সিরিয়ায় ইসরাইলের ‘লাগামহীন আগ্রাসন’র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কিন্তু এই কন্যাসন্তান বড় হয়ে তার কিংবা সিদ্ধার্থের মতো হোক- তা চাননা কিয়ারা। অভিনেত্রীর ইচ্ছে, মেয়ের মধ্যে থাকুক অভিনেত্রী কারিনা কাপুরের গুণাবলী।

কারিনাকে অসম্ভব পছন্দ করেন কিয়ারা। বিভিন্ন সাক্ষাৎকারে কারিনার প্রতি তার মুগ্ধতার কথাও জানিয়েছেন। বেশ কয়েক বছর আগে কারিনার সঙ্গে ‘গুড নিউজ’ ছবিতে কাজ করেছিলেন তিনি।

সে সময় এক সাক্ষাৎকারে কিয়ারাকে প্রশ্ন করা হয়, যদি তার যমজ সন্তান হয় তার মধ্যে একটি কন্যা ও একটি পুত্র নাকি, একই লিঙ্গের সন্তান চান? সেই প্রশ্নের উত্তরে প্রথমে কিয়ারা জানান, যমজ সন্তান হলে দু’টি সুস্থ শিশু আশা করেন তিনি। সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন কারিনাও। উত্তর শুনে কারিনা খোঁচা দেন কিয়ারাকে। কারিনার মতে, এই উত্তরটা আসলে সৌন্দর্য প্রতিযোগিতার আসরে যোগদানকারীদের মতো শোনালো। তখন কিয়ারা জানান, তিনি একটি কন্যা ও একটি পুত্র চান।

আরও পড়ুনঃ  যতবার এদেশে অন্যায় হবে, অবিচার হবে ততবার জুলাইয়ের জন্ম হবে : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

এর পরই কিয়ারা জানান, কন্যাসন্তান হলে তার মধ্যে কারিনার বিশেষ কিছু গুণ দেখতে চান তিনি। কিয়ারা বলেছিলেন, ‘ওর (কারিনা) আত্মবিশ্বাস, ওর অভিব্যক্তি, ওর ব্যক্তিত্ব— সব গুণই আমার কন্যার মধ্যে চাইব। কারিনা সব দিক থেকে দারুন।’ শুটিং-এর সময়ে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন কিয়ারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।