সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ধর্ষণের বিষয়ে মুখ খুলতে রাজি ছিল না ভুক্তভোগীর পরিবার। এরপর ‘কামারখন্দে ধর্ষণের শিকার কিশোরীর অস্ত্রোপচার সম্পন্ন’ শিরোনামে সোমবার (২০ অক্টোবর) সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট। সংবাদটি মুহূর্তে পুরো জেলাজুড়ে ভাইরাল হয়। এরপর রাতেই সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ জানায়, ১৪ বছরের কিশোরী ধর্ষণের ঘটনায় দুপুরেই মামলা রেকর্ড করা হয়েছে। দুপুরে মামলা হলেও তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছিল বলে জানিয়েছে কামারখন্দ থানা পুলিশ। দুপুর ২টা ১৫ মিনিটে ভুক্তভোগী কিশোরীর মা মোছা. মোসলিমা খাতুন কামারখন্দ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন। রাতে কামরখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
Developed by BDITHOST