
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গলবার থেকে কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও ব্র্যাকের এআই এন্টারপ্রাইজের ডেপুটি জেনারেল ম্যানেজার ড. ফারুকুল ইসলাম। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ব্র্যাকের এআই এন্টারপ্রাইজ ম্যানেজার ডা. মো. মতিউর রহমান ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধ্যাপক মো. আখতারুল ইসলাম স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে দুইজন প্রশিক্ষণার্থীও তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। প্রশিক্ষণ উদ্বোধন করে...
Developed by BDITHOST