
স্টাফ রিপোর্টার: কৃষকদের নায্য অধিকার আদায়ে জাতীয় কৃষক সমিতিকেই প্রধান নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, পূর্ণ আস্থা অর্জনে কৃষক সমিতিকে কৃষকদের সঙ্গে মিশে যেতে হবে। তাদের যে কোন সংকটে পাশে গিয়ে দাঁড়াতে হবে। কারণ, কৃষক সমিতি থাকলে ওয়ার্কার্স পার্টি থাকবে, আমরা থাকবো। শুক্রবার সকালে রাজশাহী জেলা কৃষক সমিতির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের সাহেববাজার জিরোপয়েন্টস্থ ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে কৃষক সমিতির রাজশাহী জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। সভায় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান বাহক হচ্ছে এদেশের কৃষক। তাদের ঘামে উৎপাদিত ফসলের জন্যই বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু দুঃখজনক...
Developed by BDITHOST