নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৩:২৭। ৩০ জানুয়ারি, ২০২৬।

কৃষিঋণ মওকুফ,পদ্মা ব্রাজ ও বরেন্দ্র প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা তারেক রহমানের

জানুয়ারি ৩০, ২০২৬ ১:০৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। একই সঙ্গে রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প পূর্ণ শক্তিতে চালু এবং আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে সফরে আসায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।
তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই বরেন্দ্র এলাকায় খাল খনন কর্মসূচির সূচনা হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে গৃহীত সেচ প্রকল্পগুলো উত্তরবঙ্গের কৃষিকে সমৃদ্ধ করেছিল। তিনি আক্ষেপ করে বলেন, পদ্মা নদীকেন্দ্রিক যে বিশাল সেচ প্রকল্পের নিজস্ব বাজেট ছিল প্রায় এক হাজার কোটি টাকা, গত ১৬ বছরে তা পরিকল্পিতভাবে স্থবির করে রাখা হয়েছে। ফলে প্রকল্পটি আজ প্রায় বন্ধের মুখে। আমাদের লক্ষ্য, এই ঐতিহাসিক প্রকল্পকে আবার পূর্ণ শক্তিতে সচল করা।
উত্তরাঞ্চলের কৃষকদের আশ্বস্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, এই সেচ ব্যবস্থা শুধু রাজশাহীতে সীমাবদ্ধ থাকবে না। রাজশাহী থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত কৃষকরা যেন এর সুফল পান, সেই ব্যবস্থা করা হবে। তিনি বলেন, উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে, আর কৃষক হাসলে হাসবে বাংলাদেশ। আমরা চাই উত্তরের প্রতিটি প্রান্তরে সেচের পানি পৌঁছাক, যাতে আমাদের মায়েরা ও কৃষানিরা সমৃদ্ধির মুখ দেখতে পান।
তিনি আরও জানান, দেশের সব মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সব কৃষকের জন্য চালু করা হবে কৃষি কার্ড। এর মাধ্যমে কৃষিঋণ, সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে সরবরাহ করা হবে। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন এবং কৃষিনির্ভর শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
রাজশাহীবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ধানের শীষকে বিজয়ী করলে খাল খনন, পদ্মা নদী খনন, আম সংরক্ষণের হিমাগার, অচল আইটি পার্ক সচল করা, ভোকেশনাল ইনস্টিটিউট ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনসহ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল ষড়যন্ত্র করছে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্য। নির্বাচন যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আমরা দল বা ধর্ম দেখব না, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। আমরা দেশের শান্তি চাই।
সমালোচনা ও সংঘাতের রাজনীতি থেকে দূরে থাকার কথা জানিয়ে তিনি বলেন, অন্যের সাথে ঝগড়া-বিবাদে যেতে চাই না। সমালোচনায় সময় নষ্ট না করে কাজ করতে চাই। কাজ করলেই পদ্মা ব্যারেজ হবে, বরেন্দ্র প্রকল্প চালু হবে এবং মানুষের ভাগ্য বদলাবে। তিনি আরও বলেন, কোনো অবান্তর ঘটনা ঘটলে সঠিক তদন্ত ও বিচার হতে হবে এতে বিএনপি সহযোগিতা করবে। সমাবেশে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চান।

আরও পড়ুনঃ  চারঘাট-বাঘা আসনে এক মঞ্চে ৪ প্রার্থীর ইশতেহার পাঠ

মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর-রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন দেন রাজশাহী, নাটোর এবং নওগাঁ জেলার বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের প্রার্থী ডি এম জিয়াউর রহমান, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ, নাটোর-১ আসনের প্রার্থী ফারজানা শারমীন, নাটোর-২ আসনের প্রার্থী বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার, নাটোর-৩ আসনের প্রার্থী আনোয়ার হোসেন, নাটোর-৪ আসনের প্রার্থী আবদুল আজিজ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী বিএনপি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোহা. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী সাবেক এমপি মো. হারুনুর রশিদ।
এদিন সকাল থেকেই জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে সমাবেশে যোগ দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে মাদরাসা মাঠ ধীরে ধীরে জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশকে কেন্দ্র করে নগরীর তালাইমারী, ভদ্রা, রেলগেট, নগরভবন, লক্ষ্মীপুর, আলুপট্টি, জিরো পয়েন্ট ও সি অ্যান্ড বি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।
এর আগে দুপুর ১২টা ২৫ মিনিটে তারেক রহমান রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরে অবতরণ করেন। পরে হযরত শাহ মাখদুম (র.)-এর মাজার জিয়ারত শেষে তিনি মাদরাসা ময়দানের জনসভায় যোগ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।